আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মহেশখালীতে ভ্রাম্যমাণ আদারত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন

ওজন ও পরিমাপে লঙ্ঘিত হচ্ছে আইন


মহেশখালী প্রতিনিধিঃ ‘ওজন ও পরিমাপ আইন ২০১৮’ মানছে না মহেশখালীর অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি উপজেলার গোরকঘাটা বাজারে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে এ তথ্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারণে ৫টি মামলায় ৫ জনকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এসময় দণ্ডিতসহ অন্যান্য ব্যবসায়ীদের যথাযথভাবে ওজন পরিমাপক আইন মানার নির্দেশ দিয়েছেন তিনি।

আলাপাকালে তাছবীর হোসেন চাটগাঁর সংবাদকে বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন আলমগীরসহ বিএনপির ২ নেতা বহিষ্কার

প্রসঙ্গত, ব্যবসায় অধিক মুনাফা লাভের জন্য ব্যবসায়ীরা অবৈধ পন্থা বেছে নিচ্ছেন। সারাদেশে ভেজাল খাবার ও ওজন আইন অমান্যের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিককালে চট্টগ্রামে ভোক্তাদের অভিযোগ বাড়ছে এ বিষয়ে। অথচ এ বিষয়ে কেবল আইনে নয় সকল ধর্মে নির্মম পরিণতির কথা উল্লেক করা হয়েছে।

পবিত্র কুরআনের সূরা মুতাফফিফিনে বলা হয়েছে, বাংলা অর্থ: ‘বহু দুর্ভোগ আছে তাদের, যারা মাপে কম দেয়। যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়। আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। তারা কি চিন্তা করে না, তাদেরকে জীবিত করে ওঠানো হবে? এক মহা দিবসে। যে দিন সমস্ত মানুষ রাব্বুল আলামীনের সামনে দাঁড়াবে। কখনই এটা সমীচীন নয়। নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনে। তুমি কি জান ‘সিজ্জীন’ (এ রক্ষিত আমলনামা) কী? তা এক লিপিবদ্ধ দপ্তর।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর