অনলাইন ডেস্কঃ গত মৌসুমে স্মরণীয় এক ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছিল মোহামেডান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সাদাকালোদের সামনে বাধা একটি ম্যাচ। সেটা ফাইনাল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
গত মৌসুমে স্মরণীয় এক ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছিল মোহামেডান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সাদাকালোদের সামনে বাধা একটি ম্যাচ। সেটা ফাইনাল।
মঙ্গলবার (৭ মে) মুন্সিগঞ্জে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডানের পক্ষে গোল করেছেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে ও শাহরিয়ার ইমন। অপরপক্ষে পুলিশের ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলোর নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করেছিলেন উজবেক ডিফেন্ডার উখতামভ।
আগামী মঙ্গলবার গোপালগঞ্জে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। সে খেলার পরই জানা যাবে ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষে কারা থাকছে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply