অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়ার অপরাধে তিন জনকে দণ্ড দেয়া হয়েছে। বুধবার (৮ মে) মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এ দণ্ড প্রদান করেন পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান ভোটকেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামে দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেন নামে একজনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে হৃত্বিককে একমাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন ষষ্ঠ উপজেলা নির্বাচন: চট্টগ্রামে বৈরি আবহাওয়ার মধ্যে চলছে ভোটগ্রহণ
গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান ভোটকেন্দ্রে এবং মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন বিশ্বনাথপুর ভোটকেন্দ্রে অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হাসান শামীম জানান, অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি দেওয়া হয়। একমাসের দণ্ডপ্রাপ্ত হৃত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন
Leave a Reply