আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পার্বত্য অঞ্চলের ৮ উপজেলায় ভোট গণনা চলছে


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ৮ উপজেলায় ভোট গণনা চলছে। বুধবার (৮ মে) বিকাল চারটায় দেশের ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে।

রাঙ্গামাটি: সদর উপজেলাসহ চারটি উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
চারটি উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় তিনটি পদে ১৪ জন, কাউখালী উপজেলায় পাঁচজন, জুরাছড়ি উপজেলায় সাতজন ও বরকল উপজেলায় ছয়জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। রাঙ্গামাটি সদর উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ১ হাজার ৫৭ জন, কাউখালী উপজেলায় মোট ভোটার হচ্ছে ৫০ হাজার ৭৩৬ জন, জুরাছড়ি উপজেলায় ২০ হাজার ৩০ জন, বরকল উপজেলায় ৩৯ হাজার ১৮৩ জন ভোটার।

আরও পড়ুন পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আ. লীগের মনোয়নন পেলেন যারা

লক্ষ্মীপুর: জেলার কমলনগর ও রামগতি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোর থেকে জেলা জুড়ে কোথাও মাঝারি কোথাও হালকা ধরনের বৃষ্টি হয়েছে। রামগতি ও কমলনগরে কয়েকটি কেন্দ্রে বৃষ্টির কারণে দীর্ঘলাইন করে দাঁড়াতে পারছেনা ভোটাররা। তবে বারান্দায় ছোট-ছোট লাইনে ভোটারদের লাইন করে দাঁড়াতে দেখা গেছে। বেলা ১১টার পরে আবহাওয়া শুষ্ক হয়ে উঠলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বান্দরবান: জেলার দু’টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে সকাল থেকে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়তে-বাড়তে ভোটার উপস্থিতি বেড়ছে। আলীকদম উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট দিতে দেখা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন জানান, নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন। আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর