আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়হাতিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত


মো: নুরুল কবির রিফাতঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য আবু বক্কর ছিদ্দিক রানার সার্বিক তত্বাবধানে ফ্রেন্ডর্স ক্লাব একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত বড়হাতিয়া ১নং ওয়ার্ড মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার (২৬ আগস্ট) বিকালে সেনের হাট মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সোনাকানিয়ার জনপ্রিয় ব্যক্তি সেলিম উদ্দিন চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ভবানী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির আহমদ। সাতকানিয়া আদালতের মুন্সি শামসুল হক।


বড়হাতিয়া ১ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা,টুর্ণামেন্টের আহবায়ক হুমায়ুন রশীদ মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আবুল ওয়াফা, বিশিষ্ট সমাজ রিদুওয়ানুল হক,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাছির। যুবলীগ নেতা ফরহাদ, গফুর, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান বড় হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন প্রমুখ।

খেলাই ধারাভাষ্যকার ছিলেন আব্দুল আওয়াল। এবং মো সেলিম।

প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদন্ধিতা করেন মাস্টার পাড়া স্পোর্টিং ক্লাব বড়ুয়া পাড়া এতে বড়ুয়া পাড়াকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করছেন মাস্টার পাড়া স্পোর্টিং ক্লাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর