আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চবির এলামনাই এসোসিয়েশনের সম্মেলন, অতিথিদের আমন্ত্রণকার্ড গলায় ঝুলিয়ে প্রবেশের অনুরোধ


অনলাইন ডেস্কঃ সাফল্যের উচ্ছ্বাসে, উৎসবে আনন্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা আগামি  ২৬ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ এই বিদ্যাপীঠের এলামনাই এসোসিয়েশনের সদস্যরা এ উপলক্ষ্যে দেশের দূর দূরান্ত থেকে চট্টগ্রামে ছুটে আসছেন।

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ওইদিন বিকাল ৩টায় মূল সম্মেলন শুরু হবে। এবার ১১জন এক্স চবিয়ানকে (বর্তমানে সাংসদ) সংবর্ধনা দেয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন-পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ; কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ; অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল; মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক; রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী; চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম; সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা হারুন লুবনা; ফরিদুন্নাহার লাইলী।

আরও পড়ুন চবির নতুন উপাচার্য সাতকানিয়ার কৃতি সন্তান অধ্যাপক আবু তাহের

এ প্রসঙ্গে আলাপকালে সংগঠনের দপ্তর সম্পাদক দাউদ আবদুল্লাহ লিটন চাটগাঁর সংবাদকে বলেন, ‘যেহেতু এবার সম্মেলনে তিনজন মন্ত্রীসহ ১১জন সাংসদের উপস্থিত থাকার কথা রয়েছে, তাই সম্মেলন ঘিরে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। এ কারণে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমন্ত্রণ কার্ড গলায় ঝুলিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।’

জানা গেছে, এবার উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিলো ৫ হাজার তবে ৪ হাজার ৭০০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ২টা ৩০ মিনিট থেকে সম্মেলনের প্রবেশদ্বার উন্মুক্ত হবে। ৩টায় শুরু হবে চবিয়ান শিল্পীদের সাংস্কৃতিক প্রোগ্রাম। ৪টায় দেশের প্রখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল ও রাখী শবনম পারফর্ম করবেন। মাগরিবের পর সংবর্ধনা অনুষ্ঠান এবং সবশেষে থাকছে ব্যান্ড দল ফিডব্যাকের গান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর