আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে চট্টগ্রাম বন্দর দিবস


অনলাইন ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উদযাপিত হচ্ছে চট্টগ্রাম বন্দর দিবস। ১৮৮৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে এই দিনটিতে চট্টগ্রাম পোর্ট কমিশনার অ্যাক্ট-১৮৮৭ (বেঙ্গল) কার্যকর হওয়ার পর থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার স্মৃতিধন্য এই বন্দর আধুনিক ব্যবস্থাপনায় ১৩৭ বছর পূর্ণ করছে আজ। সাম্প্রতিক বছরগুলোতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পণ্য উঠানামায় দক্ষতা দেখিয়েছে এ বন্দর। বর্তমানে এ বন্দরে সক্ষমতা অনেকাংশে বেড়েছে।

আরও পড়ুন ঘোষণা দিয়েও ব্যর্থ চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ

আজ চট্টগ্রাম বন্দরে দিবসটি উপলক্ষ্যে বেশকিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আয়োজন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন একটি কলামে লিখেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির প্রাণস্পন্দন চট্টগ্রাম বন্দর। প্রতিবার বন্দর দিবস উপলক্ষ্যে বন্দরের জাহাজজট নিরসন, যন্ত্রপাতি সংগ্রহ কিংবা সংস্কারের মতো বিষয়গুলো বেশি আলোচিত হয়। এবার বন্দর দিবসে এসব বিষয় থাকবে না। কারণ বন্দরে এখন জাহাজজট নেই। যন্ত্রপাতিরও আগের মতো অভাব নেই। এবারের বন্দর দিবস নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে। তা হচ্ছে বন্দর পরিচালনা নতুন যুগের সূচনা। আবার প্রথমবারের মতো বন্দরে বিদেশি বিনিয়োগের বিষয়ও আলোচনায় আসছে।’

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানিয়েছেন, ‘বে টার্মিনাল প্রকল্পে ৮০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসতে পারে।’

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর