আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ঘন ঘন লোডশেডিং


অনলাইন ডেস্কঃ ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ব্যহত হচ্ছে বন্দর নগরীখ্যাত চট্টগ্রামে। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে হয়ে জনগণ।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে আবাসিক ও বাণিজ্যিক সঞ্চালন লাইনে পানি সরবরাহ করতে পারছে না ওয়াসা। এতে পানির সংকটও বাড়ছে নগরবাসীর। এছাড়া গ্রামাঞ্চলের কোনো স্থানে দিনের অধেকটাই মিলছে না বিদ্যুত। এতে প্রান্তিক অঞ্চলের জনজীবনও কষ্টে পড়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকাল অবধি কয়েকবার লোডশেডিং হয়েছে রিয়াজউদ্দিন বাজার, হাজারী গলি, খাতুনগঞ্জে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকলে পাইকারী ও খুচরা বিক্রিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। অস্বস্তির কারণে ক্রেতারা অন্যত্র চলে যাচ্ছেন।

বিদ্যুতের ঘাটতি থাকার কারণে উৎপাদন ব্যহত হচ্ছে শিল্প কারখানার। এতে ক্ষতির অংক নিরুপণ করা না হলেও কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন সহসা হচ্ছে না গ্যাস সংকটের সমাধান, চট্টগ্রামে বাড়ছে লোডশেডিংও

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রামের পাওয়ার প্ল্যান্টগুলোতে গড়ে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নিয়মানুয়ায়ী উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

পিডিবি বলছে, শুক্র ও শনিবার ছুটির দিনে পিক আওয়ারে চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা এক হাজার ২৮০ থেকে ৪০০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ৯০০ মেগাওয়াট। ফলে চট্টগ্রামে লোডশেডিং হচ্ছে ৩৮০ থেকে ৫০০ মেগাওয়াটের।

চট্টগ্রামে সবচেয়ে বেশি ছয় ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে নগরীর, চান্দগাঁও, বাকলিয়া ও কল্পলোক আবাসিক এলাকায়। এলাকাগুলো নগরীর ঘনবসতিপূর্ণ জনপদগুলোর একটি। এর বাইরে পাথরঘাটা, স্টেডিয়াম, ষোলশহর, মাদারবাড়ী, আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলী, খুলশী, রামপুর, নিউমুরিং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে বাধ্য হচ্ছে। শহরের বাইরে বিদ্যুৎ সরবরাহ ইউনিট ফৌজদারহাট, হাটহাজারী, মোহরা, বাড়বকুন্ড, সন্দ্বীপ, পটিয়া, সাতকানিয়া, দোহাজারীতে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল)।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর