অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের শেষ ম্যাচে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সামনে ৩০৭ রানের বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিলো বাংলাদেশ। তবে ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ স্বচ্ছন্দ্যে খেলে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্যাটিং পারফরম্যান্স ভালো থাকলেও ম্যাচে বোলারদের পারফরম্যান্স আশানুরূপ ছিলো না। তাই হার দিয়ে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ। আজ শনিবার (১১ নভেম্বর) মিচেল মার্শ দোর্দণ্ড প্রতাপ দেখালেন ব্যাট হাতে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের কাছ থেকে পেলেন উপযুক্ত সঙ্গ। তাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলার আগে উজ্জীবিত হওয়ার মতো জয় পেলো অস্ট্রেলিয়া। ৮ উইকেটে তারা হারিয়েছে বাংলাদেশকে। ৪৪.৪ ওভারে ২ উইকেটে ৩০৭ রান করে অজিরা।
আরও পড়ুন ৩০৭ রানের টার্গেটে পৌঁছাতে চাপে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতলো ৪৫তম ওভারেই। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে তারা।
তৃতীয় ওভারে ১২ রানের উদ্বোধনী জুটি ভেঙে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দাঁড়িয়ে যান মার্শ ও ওয়ার্নার। ১২০ রানের শক্ত জুটি ভেঙে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন মোস্তাফিজুর রহমান। ওয়ার্নার ৫৩ রান করে থামেন। মার্শ ও স্মিথ জুটি বাঁধলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপের নিজের দ্বিতীয় সেঞ্চুরিকে দেড়শর ঘরে নেন মার্শ। হাফ সেঞ্চুরি করেন স্মিথ। দুজনের ১৭৫ রানের শক্ত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। ১৩২ বলে ১৭ চার ও ৯ ছয়ে ১৭৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা মার্শ। স্মিথ ৬৪ বল খেলে ৬৩ রানে অপরাজিত ছিলেন।
তথ্যসূত্র: যুগান্তর
Leave a Reply