অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের বিষয়ে আলাপ করতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সাক্ষাত করেছেন চট্টগ্রামের পরিবেশবিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
আজ শনিবার (১৮ মে) রাজধানীর খিলগাঁওয়ে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে সংগঠনের ১৬ বছরের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনটির প্রচার সম্পাদক নুরজাহান আকতার নুরা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানান।
আরও পড়ুন দেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী
এসময় পিল্টু বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যদের আন্তরিক সহযোগিতা নিয়ে সমগ্র চট্টগ্রামে পরিবেশ উন্নয়নে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ্যাড ভিশন বাংলাদেশ।
মন্ত্রীও এ্যাড ভিশন বাংলাদেশের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চট্টগ্রামে এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজিত আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য আঞ্চলিক জলবায়ু সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশবিদ মো. মাসুদ রানা, যুগ্ম মহাসচিব স. ম. জিয়াউর রহমান, তসলিম হাসান হৃদয়।
Leave a Reply