অনলাইন ডেস্কঃ আবারো একটি ঘুর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এটি দ্রুত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এবার এই ঘুর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘রেমাল’।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে আন্দামান দ্বীপপুঞ্জে এখনই তীব্র বর্ষণ হচ্ছে বলে জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন এবার ঘুর্ণিঝড় ‘মিধিলি’, তাণ্ডবের আশঙ্কা
পূর্বাভাস অনুযায়ী, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ২০মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে ২৪মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে ওইদিন রাত থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত। ২৫ মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply