আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্ব জাদুঘর দিবস আজ


অনলাইন ডেস্কঃ বিশ্ব জাদুঘর দিবস আজ। প্রতিবছর ১৮ মে অথবা নিকটবর্তী সময়ে বিশ্বের কমপক্ষে ১৮০টি দেশে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে দিবসটি আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর’। এই দিনটিতে শিক্ষার্থীদের উদ্দেশে জাদুঘরের তাৎপর্য তুলে ধরেন শিক্ষকেরা। যাতে গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা তাদের আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখে।

আরও পড়ুন হারানো গ্রামীণ ঐতিহ্য নিয়ে কুমিল্লায় জাদুঘর

এবছর চট্টগ্রামেও নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। দিবসটিতে আজ শনিবার (১৮ মে) সকাল ১০টায় র‍্যালি ও আলোচনার সভার আয়োজন করে জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।

নগরীর আগ্রাবাদে আয়োজিত এই র‍্যালি ও আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডু. জিনবোধি ভিক্ষু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সেন্সি এবং ড. আহমদ হান- সাফি।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর