আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রহমতুল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর সঠিক আদর্শের কর্মী ।


স্মরণসভায় এমপি মুন্নুজান সুফিয়ান

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, আমেরিকা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের পরামর্শ, প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়েই এই বাহিনীটি গঠন করা হয়েছিল। এখন কী কারণে এই বাহিনীর কয়েকজন বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে তাও রহস্যময়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার ফলে যে উন্নয়ন ও অগ্রগতি সাধিত হচ্ছে তাতেও আমেরিকা নাখোশ। এর কারণটি আমাদের খুঁজে বের করতে হবে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি রহমতুল্লাহ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুন্নুজান সুফিয়ান একথা বলেন।

তিনি শ্রমিক নেতা রহমতুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমি তাকে দাদা বলে ডাকতাম। তার সাথে শ্রমিক লীগ সংগঠনের জন্য অনেক জেলায় জেলায় ঘুরেছি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং আপসহীন একনিষ্ঠ কর্মী ছিলেন। রহমতুল্লাহ চৌধুরী একদিনে রহমতুল্লাহ চৌধুরী হয়ে উঠেননি। একইভাবে জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এবিএম মহিউদ্দিন চৌধুরী একদিনে গড়ে উঠেনি। তাই আমাদেরকে এদের মতই প্রকৃত রাজনীতিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান বক্তার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা প্রবীণ রাজনীতিক ছিলেন আমরা তাদের ভুলতে বসেছি। কিন্তু তাদের কাছে অনেক কিছু শেখার আছে। তাদের কাছে শেখা ও জানার মানসিকতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী শ্রমিক নেতা রহতুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমরা তার কাছে রাজনীতি শিখেছি তিনি এমন একজন মানুষ ছিলেন জীবনে কখনো নীতি ও আদর্শের প্রশ্নে আপস করেননি।

মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. ইয়াকুবের সভাপতিত্বে ও মীর হোসেন মিলনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, মো. সিরাজ উল্লাহ, সাইফুদ্দিন খালেদ বাহার, শফি বাঙালি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী, মো. সিরাজ উল্লাহ, রুবা আহসান চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর