চন্দনাইশে ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে মানহানিকর, উদ্দেশ্যেমূলক, মিথ্যা, বানোয়াট, কুরুচীপূর্ণ, অশালীন পোষ্টার ব্যানার, সংবাদ প্রচারের বিরুদ্ধে বুধবার সন্ধ্যয় উপজেলার বাদামতল মাসুমা কনভেনশন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত জাতীয়, আঞ্চলিক, ইলেকট্রোনিক মিডিয়া, অনলাইন পোটাল কর্মরত সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বলেন রাজাকার, জামাত, বিএনপি, সমর্থিত একটি ষড়যন্ত্রকারী দল গোলাম আজাদ শিশুর নেতৃত্বে চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকনের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য, কুৎসা রটনা ও মিথ্যা প্রচার প্রচারণা করে চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুর্ণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। যে কারণে গোলাম আজাদ শিশু চলতি মাসের গত কয়েকদিন ধরে রোকন আহমদ চৌধুরীর ২০১৪ সালের একটি ঘটনা সংক্রান্ত লিপলেট, পোস্টার, ব্যানার এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করে আসছেন। যা আমার চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত জীবনে অত্যান্ত মানহানীকর। ঘটানার দিন ০৭-০৫-২০২৩ রাত আনুমানিক ১১টার সময় গোলাম আজাদ শিশু তার সমর্থিত একদল লোক নিয়ে আমার বসতঘরে আক্রমন করে, ঘরের দরজা ভাঙ্গচুর, রূমের মধ্যে ঢুকে ড্রয়ারে রক্ষিত জিনিসপত্র তছনছ এবং তালা ভাংচুর করে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ১৫ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান আরো বলেন- ৮ মে চন্দনাইশ থানাই গোলাম আজাদ শিশু ও ৬ জন নামীয় সহ অজ্ঞাত ৪/৫ জন আসামী করে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগ গ্রহণে অনীহা প্রকাশের অভিযোগ তোলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং জোয়ারা ইউপি সদস্য যথাক্রমে ইউপি প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, আলাউদ্দিন খালেদ, রতন কান্তি দে, হারুনুর রশিদ, মোহাম্মদ সেলিম, আব্দুল জব্বার সুমন, জামাল আহমদ, জানে আলম, রহিমা বেগম, ফিরোজা বেগম, সরওয়ার উদ্দীন, আবুল কালাম, মোহাম্মদ আরিফ, আজিজুল হক, মো: ইলিয়াছ প্রমুখ
Leave a Reply