আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুচিয়া উচ্চ বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন ও ভাষা দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার সুচিয়া রাম কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও স্থায়ী দাতা সুনির্মল চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বরকল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহীম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্র লাল চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য কিশোর চৌধুরী, অভিভাবক সদস্য অমর কান্তি ভট্টাচার্য্য, সঞ্জয় ভট্টাচার্য্য, মোহাম্মদ ফরিদ, ত্রিদিব বড়ুয়া ও মনিকা তালুকদার। শিক্ষক প্রভাকর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুর রহমান, সেক্রেটারি ফরিদুল আলম, সুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিপ্লব চৌধুরী, প্রধান শিক্ষক সীমা চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মুরিদুল আলম মুরাদ, প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত, বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান মধুসূদন দত্ত, বরকল ইউপি প্যানেল চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য্য, সদস্য মো. কামাল উদ্দীন হেলাল, মহিউদ্দিন আদর, ইমরান খান বাহাদুর, সাইফুদ্দীন, আবু জাফর, সেলিম উদ্দীন, হাবিবুর রহমান, প্রিয়ব্রত চৌধুরী তনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ ওসমান নেছার প্রমুখ। প্রধান অতিথি বলেন, নিজের প্রয়োজন এবং দেশের উন্নয়নের জন্য স্মার্ট বাংলাদেশের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়োজন স্মার্ট মানুষের প্রয়োজন। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন করে স্মার্ট হতে হবে। প্রকৃত ইতিহাস জানতে হবে। ৫২ ভাষা আন্দোলন থেকে সশস্ত্র যুদ্ধ ও স্বাধীনতা অর্জন পর্যন্ত সর্বক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনাহীন অবদান রয়েছে। তাঁর জন্যই আমাদের স্বাধীনতা, বাংলায় কথা বলা। তাঁর এবং তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাঙালীর একুশের এ দিনটি সারা বিশ্বে পালন হয়, দেশের এত উন্নয়ন। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে সত্যিকারের শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর