আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিলম্বে আবু আহমেদ চৌধুরী জুনু ও চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে মিথ্যামামলা প্রত্যাহার দাবী


চন্দনাইশে মানববন্ধন ও মিছিলে আধঘন্টা মহাসড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু এবং চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে চিহ্নিত বিএনপি-জামায়াত ও রাজাকার দোসরদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, অপপ্রচার ও হামলার প্রতিবাদে শুক্রবার (১২ই মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চন্দনাইশ উপজেলা ও জোয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও অঙ্গ সংগঠন এবং জোয়ারা ইউনিয়নে সর্বস্তরের জনগণ। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আধ ঘণ্টা সময় ধরে অবরোধ ছিল।

এসময় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে ইউনিয়নের হাজারো মানুষ, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে ত্যাগী আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুকের সভাপতিত্বে জাহাঙ্গীর আলম হিরু ও লোকমান হাকিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিবলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আল নোমান বেগ, সদস্য হাজী সেলিম উদ্দীন, জাহাঙ্গীর আলম মেম্বার, আবুল কালাম মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর, চন্দনাইশ পৌরসভা আ’লীগের যুগ্ন আহবায়ক ফরিদুল আলম চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস.এম মুছা তছলিম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর লোকমান হাকিম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে.এম আবছার উদ্দীন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর অজয় দত্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, পৌর কাউন্সিলর মোরশেদুল আলম, হাশিমপুর ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক আবদুর রহীম, উপজেলা যুবলীগ নেতা মো: শাহজাহান, লোকমান হাকিম, মফিজুল আলম, আনসারুল হক, মো: সোহেল, তমিজ উদ্দীন, মোহাম্মদ আরিফ, বদিউল আলম মেম্বার, আবদুল গফ্ফার সুমন মেম্বার, সরওয়ার উদ্দীন মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা ইলিয়াছ চৌধুরী বাবু, আবিদুল ইসলাম চৌধুরী, মো: হোসাইন, মো: শাহিনসহ প্রমুখ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, সরকারের জনপ্রিয়তার ইর্ষান্বিত হয়ে সরকার বিরোধী বিএনপি জামাত ও এলডিপি চক্র স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র মেতে উঠেছে, বিগত দিনেও তারা একইভাবে নেতৃবৃন্দের সম্মানহানী করে বিভিন্ন অপপ্রচার করেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু ও জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রিমহল ষড়যন্ত্র করে চলেছে।

ষড়যন্ত্রকারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটিয়ে চলেছে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করেছে। তাই তারা চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু ও জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে সত্যিকারে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বক্তারা আরো বলেন- এ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দ্রুত প্রত্যাহার না হলে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী করা হবে বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর