আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ইউনিসেফ’র অর্থায়নে সমাজসেবার ফ্যামিলি কিট্স বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ’র যৌথ প্রকল্প চাইল্ড সেনসেটিভ সোশাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)’র মাধ্যমে চন্দনাইশে ফ্যামিলি কিট বিতরণ করা হয়। উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের২৫০টি বন্যাদূর্গত পরিবারের মাঝে সমাজসেবা অধিদপ্তর তথা উপজেলা সমাজসেবা কার্যালয় এ ফ্যামিলি কিট্স বিতরণ করে।

১৭ সেপ্টেম্বর রোববার ফ্যামিলি কিট্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর