অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চটগ্রাম বিভাগের ২৬টি উপজেলায় ভোট হবে। এ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, ওইদিন চট্টগ্রামসহ সারাদেশে যে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে সেখানেও ছুটি থাকবে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামান সাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের ৩৭ নাম্বার ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।
যেসব উপজেলায় ২১ মে সাধারণ ছুটি, জানতে ক্লিক করুন।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply