আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ঘোষণা দিয়েও ব্যর্থ চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ


অনলাইন ডেস্কঃ ঈদের ছুটিতে কার্যক্রম সচল রাখার ঘোষণা দিলেও ব্যর্থ হয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (চবক)। ওইসময় বন্দরের ইয়ার্ডে জমে যাওয়া প্রায় ছয় হাজার কন্টেইনার গুছিয়ে রাখতে পারেনি চবকের ট্রাফিক বিভাগ। এজন্য ঈদের ছুটি শেষে চবকের কার্যক্রম পুরোদমে শুরু হলে বিপাকে পড়েছেন অসংখ্য আমদানিকারক। জরুরি পণ্যের কনটেইনার সরবরাহ করতে সময় ক্ষেপন করেছে কতৃপক্ষ।

আমদানিকারকরা বলছেন, ‘বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে গিয়ে সমস্যায় পড়ছেন। ট্রাফিক বিভাগ তাদের চাহিদা ও সময়মতো পণ্য বা কনটেইনার ডেলিভারি দিতে পারছে না। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে যে স্পেশাল পারমিশনের বিধান রয়েছে পণ্য জমে যাওয়ায় সেই বিধানও শতভাগ কার্যকর করতে পারছে না ট্রাফিক বিভাগ। এ কারণে জরুরি পণ্য তাৎক্ষণিক নিতে না পেরে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।’

আরও পড়ুন চট্টগ্রাম বন্দরে ফিক্সড কনটেইনার স্ক্যানার উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী

চবকের দায়িত্বশীল সূত্র জানায়, ‘ঈদের ছুটিতে আমদানিকারকরা কনটেইনার বা পণ্য ডেলিভারি কম নিয়েছেন। তাই কিছু কনটেইনার স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে। তাতে তেমন সমস্যা হয়নি, কারণ এখন ইয়ার্ডের ধারণক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। এখন দিনে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কনটেইনার ডেলিভারি হচ্ছে।’

কার্যক্রমে বিচ্ছিন্নতার সাফাই প্রসঙ্গে চবক বলছে, কোনো কনটেইনার যদি অনেক কনটেইনারের নিচে চাপা পড়ে যায়, সেক্ষেত্রে উপরের কনটেইনারগুলো নামিয়ে সেটি বের করে আনতে কিছুটা সময় লাগে।তাছাড়া অনেক সময় সিরিয়াল ব্রেক করা যায় না। অর্থাৎ আগে শুল্কায়ন হওয়া পণ্য বা পেপার আগে ছাড়তে হয়। এ কারণেও অনেক সময় আমদানি পণ্য ডেলিভারিতে বিলম্ব হয়। এটা প্রক্রিয়াগত জটিলতা।

ঈদের প্রাক্কালে বন্দর কতৃপক্ষ বলেছে, ঈদের ছুটিতেও বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল থাকবে। কেবল ঈদের দিন সকালের শিফটে আট ঘণ্টা কনটেইনার হ্যান্ডলিং ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া ঈদের সময় চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোর অপারেশনাল কার্যক্রম ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের ছুটিতে বন্দরের কার্যক্রমে যে সমন্বয় ছিলো তার প্রমাণ মিললো ঈদের পর।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর