সাতকানিয়া উপজেলার দক্ষিণ কেঁওচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ইউনুচের অবসর জনিত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯শে এপ্রিল (মঙ্গলবার) সকালে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম সংবাদের চেয়ারম্যান মঈন উদদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ, এতে সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, সাবেক সভাপতি শিহাব উদ্দীন মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উত্তম কুমার চক্রবর্ত্তী, মোহাম্মদ ইসহাক, নুরুল আমিন কাজেমী, সহকারী শিক্ষক জসীম উদ্দীন, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকসহ স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউনুছের বিভিন্ন কৃতিত্বের কথা সবার সামনে তোলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম।
অপরদিকে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রামস্থ ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান সাংবাদিক মঈন উদদীন তার বক্তব্যে অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মো ইউনুছের দীর্ঘায়ু কামনা করেন।
এবং ওনার মাধ্যমে যে দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বার বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের ভূমিকা পালন করে আসছে সেটাও ওঠে আসে।
Leave a Reply