আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

১৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এ প্রতিদ্বন্দ্বিতার জন্য চন্দনাইশ উপজেলায় ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীর অনলাইন ও অফলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। চন্দনাইশের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু জানান, চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন (নির্বাচন অফিস প্রেরিত তথ্যে উল্লেখিত ক্রমানুসারে) আহম্মদ হোসেন (২ নম্বর জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান), মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (উপজেলা আওয়ামীলীগের সভাপতি) মোঃ আবু হেনা ফারুকী (উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক), আবু আহমেদ চৌধুরী (উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক), আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (জেসিকা গ্রুপের চেয়ারম্যান) ও আরিফুল ইসলাম চৌধুরী (উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ একরামুল হোসেন (বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংগঠক), মাওলানা মো. সোলাইমান ফারুকী (বর্তমান ভাইস চেয়ারম্যান) ও রূপম দেব (বৈলতলী)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী খালেদা আক্তার চৌধুরী। অর্থাৎ মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনিই (প্রথম নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খালেদা আকতার চৌধুরীই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর