আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবদুল মালেক


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় তিন একর বিশ শতক জমির উপর ৫ম পর্যায়ে চন্দনাইশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পে ১৬০টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল মালেক। শনিবার (৪ মে) এ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সরেজমিনে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে আগামী ৩০ জুন এর মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. এনামুল হক, সার্ভেয়ার মুজিবুর রহমান প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর