আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কানাইমাদারীতে জাতিরজনকের জন্মদিন ও শিশু দিবস পালন


নিজস্ব প্রতিবেদক

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে চন্দনাইশের বরকল কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে কানাইমাদারী অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৭ মার্চ শুক্রবার আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে এবং আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক তন্বী দাশ ও শ্রাবণী দাশগুপ্তার উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুর রহীম। স্বাগত বক্তব্য দেন জেন্ডার প্রমোটর সাদিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, কর্মসূচি সমন্বয়কারী (ইউপি প্যানেল চেয়ারম্যান) আয়েশা আকতার আজাদী, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সংগীত শিক্ষক মুক্তা রাণী দাশ।

বক্তারা বলেন, সেই দিনের শিশু খোকা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নিজ যোগ্যতা ও দক্ষতায় দেশের শ্রেষ্ঠ ও প্রধান রাজনীতিকে পরিণত হন। তাঁরই নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে সৃষ্টি হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত বরণের পরেও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয় ও প্রশংসিত নেতা এবং রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেন। আজকের শিশু-কিশোদের এ মহান ব্যক্তির জীবন ও আদর্শ অনুসরণ অনুকরণ করা উচিৎ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর