আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ও ক্যাম্প ভাঙচুর


ফারুকুর রহমান বিনজু, পটিয়াঃ নির্বাচনী প্রচারণার গাড়ি ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী  সামশুল হক চৌধুরীর সমর্থকরা। গত কয়েকদিনে এ আসনের বেশ কয়েকটি এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিয়াশ ইউনিয়নের বুধপুরা বাজারের শেয়ার পাড়া এলাকায়, সোমবার (১৮ ডিসেম্বর) ও মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দু’দিনে আরও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্পসহ গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীসহ একাধিক প্রার্থীরাও ভোটের মাঠে প্রচারণায় রয়েছেন। গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী।

এ প্রসঙ্গে আলাপকালে হুইপ সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী সারুন চাটগাঁর সংবাদকে বলেন, ‘গত সোমবার বিকালে কর্মী-সমবেশে যাওয়ার পথে বাইপাস মোড় ও হাবিলাস দ্বীপ, পাঁচুরিয়া এলাকায় হুইপ সামশুল হক সমর্থকদের পিটিয়েছে নৌকার সমর্থকরা। গত সোমবার রাতে জিরি ফকিরা মসজিদ এলাকায় তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে, গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরহাট, কুসুমপুরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। বাকখাইন এলাকাতেও একটি প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। এসময় প্রচার গাড়িতে থাকা চালককেও মারধর করা হয়।

আরও পড়ুন দেশের দূর্যোগ মুহূর্তে নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামি ফ্রন্ট: পটিয়ায় মতবিনিময়

এছাড়া ভাটিখাইন ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে মারধর ও ছাত্রলীগ নেতা বিপুল শীলকে হুমকি দেয়া হয়েছে উল্লেক করে তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। এসব ঘটনায় থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে এবং নির্বাচনী অনুসন্ধান কমিটিকে জানানোর প্রক্রিয়া চলছে। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।’

তবে এক্ষেত্রে পারস্পরিক ভুল বুঝাবুঝি হচ্ছে জানিয়েছেন নৌকার প্রার্থী ও জেলা আ. লীগ সভাপতি মোতাহেরুল ইসলামের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ। তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা পটিয়াকে উত্তপ্ত করছে। নৌকার প্রার্থীর পক্ষ থেকে এসব বিষয় এসপি, ডিআইজি ও ওসিকে জানানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নৌকার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। বঙ্গবন্ধু ও নৌকার প্রশ্নে আপোষ হতে পারে না। এরপরও এসব বিষয় নিয়ে যাতে পারস্পরিক ভুল বুঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দীন বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর