আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিধারা সম্মিলনী (কলকাতা )র আয়োজনে ব্যতিক্রমী স্বর্ণালী সন্ধ্যায় পঞ্চকবির প্রতি শ্রদ্ধা


তৌহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় ( ৩জুন) প্রতিবারের মত এবারও ত্রিধারা সম্মিলনী’র আয়োজনে অনুষ্ঠিত হয় “কবি প্রণাম নামে ভিন্ন ধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান । ঐদিন পঞ্চ কবিদের শ্রদ্ধা জানাতে গান, কবিতা, নাচের আয়োজনে মুখরিত ছিল বিড়লা একাডেমি সভাগৃহ।

পঞ্চকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেনের বিভিন্ন গান পরিবেশন করে শিল্পীরা মুগ্ধতা ছড়ান উপস্থিত অতিথি-শ্রোতাদের। গানের ফাঁকে ফাঁকে শিল্পীগন তাদের সংগীত জীবন ও পঞ্চ কবির গান নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ছিলো মনোমুগ্ধকর কবিতা ও নাচ।

প্রথমার্ধে ছিল ত্রিধারা লেডিজ উইংয়ের গান কবিতা পরিবেশনা শ্রীমতী দিপালী ব্যানার্জীর পরিচালনায়।

দ্বিতীয়ার্ধে ছিল সব স্বনামধন্য শিল্পী তানিয়া দাস, সৌমী ভট্টাচার্য , সাহানা বকসী, সোমা ঘোষ , নিতা বন্দোপাধ্যায় কণ্ঠে পঞ্চ কবির গান ও কবিতা।
শেষার্ধে ছিল বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা কুমারের পরিচালনায় লাই হারাওবার রবীন্দ্র নৃত্য পরিবেশনা।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।
অনুষ্ঠানটি প্রসঙ্গে এমএল এ দেবাশীষ কুমার বলেন, ‘পঞ্চ কবির গানের চর্চা বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের প্রয়াস সত্যিই প্রশংসনীয়”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর