আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ বেলাল উদ্দীন


এইচ.এম.সাইফুদ্দীন, ফটিকছড়ি: আগামী ১৫ জুন ভূজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (১৭ মে) বিকাল ৩টায় হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দীন মনোনয়নপত্র জমা দেন । রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস দৈনিক নয়াবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

হাফেজ বেলাল উদ্দীন হলেন ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মান্নানের ২য় ছেলে । ভূজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদের মধ্যে হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার,মোঃ নাছির উদ্দীন,তাপস চন্দ,মোঃ আব্দুল হামিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূজপুর ইউপিতে হাফেজ বেলাল উদ্দীনের জনপ্রিয়তা অনেক বেশি আছে, তিনি অনেক বছর পর্যন্ত ভূজপুরের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। জনগণ পরিবর্তন চাইলে অবশ্যই হাফেজ বেলাল উদ্দীন চেয়ারম্যান হবেন।

জানতে চাইলে হাফেজ মোঃ বেলাল বলেন, ‘আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগে প্রার্থীতা যাচাই-বাছাই হোক। তারপর নির্বাচনে থাকব কি না, সেটি সময়ই বলে দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর