আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

থিয়েটার ইনস্টিটিউটে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা আজ


অনলাইন ডেস্কঃ বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

থিয়েটার ইনস্টিটিউটে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১১ ডিসেম্বর

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘আমার দৃষ্টিতে মানবাধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ঘরে বসে উল্লিখিত বিষয়ে ছবি এঁকে আঁকা ছবিটি নিজের নাম-ঠিকানাসহ ০১৭৪৯-০৫৪৪২৪ ও ০১৮৭৪-৮২১৩৮৬-এর হোয়াইটঅ্যাপে পাঠাতে হবে। শিক্ষার্থীদের পাঠানো আঁকা ছবিগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে ৩টি গ্রুপে নয়জনকে পুরস্কার ও বিশেষ বিবেচনায় পাঁচ জন করে তিন বিভাগে ১৫ জনকে পুরস্কার দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর