আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ২ নাম্বার সংকেত


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামসহ দেশের সবকটি বিভাগে বজ্র ও শিলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ১৬টি অঞ্চলের নদীবন্দর গুলোর কোনো কোনোটির ওপর সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। বুধবার (৮ মে) থেকে ১৫ মে পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে: রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, জেনে নিন আরো যেসব পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস বলছে, আগামি কয়েকদিন সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো বরিশালের খেপুপাড়ায় এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো হাতিয়ায়। এসময় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর