আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ


অনলাইন ডেস্কঃ বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ। প্রতিবছর
৩১ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। কোনো কোনো দেশে অক্টোবরের শেষ সপ্তাহের মঙ্গলবার দিবসটি পালন করা হয়ে থাকে।

বিশ্ববাসীকে মিতব্যয়ি হওয়ার আহবান জানানোর জন্য ১৯২৪ সাল থেকে দিবসটি পালন করা হয় শুরু হয়। এই দিনে সকলকে মিত্যব্যয়ি হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয়। ১৯২৪ সালে বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে আসছে।

ব্যাংক খাত থেকে মিতব্যয়ীতা দিবস পালন আরম্ভ হলেও পরবর্তীতে অন্যান্য ভূ-সম্পদ ব্যবহারেও মিতব্যায়ীতার গুরুত্ব দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, মিতব্যয়িতা মানে হলো ব্যয়ের ক্ষেত্রে সংযম বা আয় বুঝে ব্যয়। ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বনও মিতব্যয়িতার অর্থ। ইসলাম অপব্যয় এবং কৃপণতার ব্যাপারে সতর্ক করে মিতব্যয়িতার নির্দেশ দিয়েছে বারবার। শুধু একদিন নয়, সারা জীবনই মিতব্যয়িতার পথ অবলম্বন করা ইসলামের বিধান।

প্রতিবছর বিশ্বে প্রায় ১৩০ কোটি টন খাদ্য নষ্ট হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ কোটি টাকা। অথচ বিশ্বে প্রতিদিন ১৭ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়। সমাজের উঁচু শ্রেণির মানুষ অপচয় করে কোটি কোটি টাকার খাবার, আর এর মাশুল দিতে হয় পথের পাশের মানুষগুলোকে।

তথ্যসূত্র: ইটিভি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর