আজ ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে নজরুল উৎসব উদ্বোধনকালে বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী নজরুল উৎসব


অনলাইন ডেস্কঃ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী নজরুল উৎসব। কবির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে চট্টল ইয়ূথ কয়ারের আয়োজনে শনিবার (২৫ মে) সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজন্ম, ছাত্র-ছাত্রীদের মধ্যে নজরুলের সাহিত্য সঙ্গীত প্রসারের উদ্যোগ নিতে হবে। চট্টগ্রামে অনেক স্থানে আমাদের প্রিয় কবি এসে ছিলেন, সেখানে নজরুল স্মৃতি ফলক করার উদ্যোগ নিলে প্রজন্মরা নজরুলের সাহিত্য সঙ্গীত প্রসারের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিবে।

নজরুলের সাহিত্য সঙ্গীত গ্রাম পর্যায়ে যেভাবে প্রসার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। চট্টগ্রামে নজরুল ইনষ্টিটিউট গঠন করা জরুরী। গ্রাম পর্যায়ে নজরুল বিষয়ে চট্টল ইয়ূথ কয়ার যে কর্মসূচী নিয়েছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যেক উপজেলায় নজরুল বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।

আরও পড়ুন নজরুল আজও প্রাসঙ্গিক

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় জয়ন্তী উৎসবে স্বাগত বক্তব্য রাখেন লায়ন সুজিত দাশ অপু। আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক রোজী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম, জেলা পরিষদ সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. বাসন্তী প্রভা পালিত। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মোহম্মদ সফিউল আজম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. মঈনুদ্দিন আহমদ, গীতাপাঠ করেন স্বাগত বণিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর