আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ


অনলাইন ডেস্কঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে বার্ধক্যজনিত কারনে সিংগাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দিনটি উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

জিল্লুর রহমানের জন্ম কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯২৯ সালের ৯ মার্চ। তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পাঁচবার সংসদ সদস্য হন। রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জিল্লুর রহমান ওয়ান ইলেভেনের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে দক্ষতার পরিচয় দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং ২৪ আগস্ট মৃত্যুবরণকারী বেগম আইভি রহমান তার স্ত্রী ছিলেন। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন মহানায়ক মান্নার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মো. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ নিবাস ভৈরবে, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ভৈরবের শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে জিল্লুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মরহুমের স্মরণে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।

তথ্যসূত্র: ইত্তেফাক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর