আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ এম এ মোতালেব সিআইপির সাথে তার সন্তান ওয়াহিদুল ইসলাম

বনফুল গ্রুপের এমডি ওয়াহিদুল ইসলামের জন্মদিন আজ


অনলাইন ডেস্কঃ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদুল ইসলামের জন্মদিন আজ।

ওয়াহিদুল ইসলাম চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) বর্তমান সাংসদ এম এ মোতালেব সিআইপির সন্তান। ক্রীড়ানুরাগী এ ব্যক্তিত্ব চট্টগ্রামের কিষোয়ান স্পোর্টিং ক্লাবেরও সভাপতি। সম্প্রতি তিনি এগ্রো প্রসেসিং (একক) ক্যাটাগরীতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমার্শিয়ালি ইমপর্টেন্ট পারসন নির্বাচিত হয়েছেন।

১৯৯০ সালে যাত্রা শুরু করা বনফুল দেশে পুষ্টিকর খাদ্য উৎপাদনের শীর্ষে রয়েছে। মিষ্টি এবং বেকারী-কুকিজের ব্যবসায় ওয়াহিদুল ইসলামের অভিজ্ঞতার হাতেখড়ি তার বাবার হাত ধরে। সাম্প্রতিককালে বনফুল  চনাচুর, লাচ্ছা সেমাই, নুডলস, মিনারেল ওয়াটারসহ অসংখ্য পণ্য উৎপাদন করে।

আরও পড়ুন এশিয়ান গ্রুপের এমডি মোহাম্মদ আবদুস সালামের জন্মদিন আজ

বর্তমানে বনফুল বিদেশেও পণ্য রপ্তানি করছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত, কুয়েত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ওমানসহ বেশ কয়েকটি দেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখছে বনফুল গ্রুপ। প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ২ হাজারের অধিক মানুষের। ঢাকা, লন্ডন, সংযুক্ত আরব আমিরাতে বনফুলের শাখা অফিস রয়েছে। বাংলাদেশে রয়েছে বনফুলের সাতটি ফ্যাক্টরি, যেখানে দৈনিক ১৫হাজার টন বেকারী পণ্য উৎপাদন সক্ষমতা আছে।

ওয়াহিদুল ইসলাম তার ব্যবসায়ীক প্রজ্ঞার মাধ্যমে বনফুলকে বর্তমানে সফলতার চূড়ায় নিয়ে গেছেন। সাতকানিয়ার এই ব্যবসায়ীক ব্যক্তিত্ব চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছেন।

তার সহোদর বড় ভ্রাতা শহীদুল ইসলাম পরিচালনা করছেন কিষোয়ান গ্রুপ। ২০০৫ সালে কাস্টার্ড কেকের মাধ্যমে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ পণ্য উৎপাদনে যাত্রা শুরু করে কিষোয়ান। বর্তমানে ইউরোপসহ ১১টির বেশি রাষ্ট্রে কিষোয়ানের বাজার তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটিও দেশের অর্থনীতি সমৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখছে।

আজ ওয়াহিদুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে চাটগাঁর সংবাদ পত্রিকার পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর