চন্দনাইশে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 


নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বৈলতলী ইউনিয়নে দক্ষিণ বৈলতলী ওলামা পরিষদ ও বৈলতলী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চন্দনাইশ উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বশরত নগর রশিদিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম, বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য নাজিম উদ্দিন ভূইয়া,প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ মুরাদুর রহমান, নাজিম উদ্দিন নওশা মিয়া, বেপারি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম, বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোজাম্মেল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বৈলতলী ওলামা পরিষদের সভাপতি কলিম উল্লাহ,সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল,বৈলতলী ছাত্র পরিষদের  সভাপতি রাকিব মির্জা,সাধারণ রিদুয়ান চৌধুরী ।
অনুষ্ঠানে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন, বৈলতলী ডেকোরেটরস এর স্বত্বাধিকারী জালাল উদ্দিন সাঈদ সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটি।

Related posts

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী কায়সারের মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্মরণসভা

Chatgarsangbad.net

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি পরিচালনা পর্ষদের ৩৯তম সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Shahidul Islam

Leave a Comment