আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি কয়েক হাজার শিক্ষার্থী


অনলাইন ডেস্কঃ চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষোবোর্ডে ৬৭ হাজার ৮৯২জন উত্তীর্ণ
হলেও আসন খালি না থাকায় কলেজে ভর্তি হতে পারছেন না কয়েক হাজার শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশে কলেজে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫৯৩ জন।

আরও পড়ুন ‘২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে’

চট্টগ্রামে সর্বমোট কতজন শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারছে না এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক চাটগাঁর সংবাদকে বলেন, বুয়েটের দেয়া তথ্যানুযায়ী এ সংখ্যা সাত হাজারের কিছু কম। কিন্তু আমার মতে এই সংখ্যা আরও অনেক কম হবে।

আরও পড়ুন চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.২৯ শতাংশ

কলেজে ভর্তি হতে পারেনি শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ প্রাপ্ত কেউ আছে কী না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ সম্পর্কে এখনও অবধি কোনো শিক্ষার্থীর অভিযোগ আমরা পাইনি। তাই বিষয়টি নিয়ে সঠিক কোনো তথ্য আমি দিতে পারছি না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর