আজ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার দাবি


অনলাইন ডেস্কঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করা উচিত কী না এমন একটি প্রসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি পোস্ট (স্ট্যাটাস) দিয়েছিলেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। স্ট্যাটাসটিতে তিনি অন্যদের অভিমত চাওয়াতে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। স্ট্যাটাসটিতে সহমত পোষণ করেছেন শতাধিক ফেসবুক ব্যবহাকারী। পাঠকদের জানানোর জন্য ফেসবুক ব্যবহারকারীদের মতামত, প্রতিক্রিয়াগুলো তুলে ধরা হলে।

তাওহীদুল আমিন তার কমেন্টে লিখেছেন, ‘চট্টগ্রাম বানিজ্যিক রাজধানী শুনতেছি সেই বাল্যকাল থেকেই। এখনো যদি আমরা মর্যাদার জন্য আন্দোলন করতে হয়, তাহলে যাওয়ার আর জায়গা নেই। আমাদের আর কত দিন অপেক্ষা করতে হবে? আমার মতে চট্টগ্রামবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।’

শাহাদাত হোছাইন লিখেছেন, ‘আগে এটা করলে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যাবে সেটা আলোচনা করুন, তারপর আস্তে আস্তে কর্মসূচি দিলে ভালো হয়।

প্রসঙ্গত, বাংলাদেশকে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে উন্নীত করতে ব্যবসায়ীরা নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে দেশের অন্যতম এবং সবচেয়ে ব্যস্ত বন্দরটি রয়েছে চট্টগ্রামে। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট মাহবুুবুল আলম বলেছেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পাড়ি দিতে হবে। ট্রিলিয়ন ডলার অর্থনীতির এ যাত্রায় বন্দরনগরী চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই বন্দরনগরীকে গেজেটভুক্ত করার জন্য স্বাধীনতার পর থেকে এখনও অবধি কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর