আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরির আবেদনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার


অনলাইন ডেস্কঃ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) চাকরির আবেদনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল)। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ১৫তম গ্রেডে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা দ্রুত অনলাইনে আবেদন করুন।

যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক ডিগ্রি বা যেকোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অকুপেশনাল সেফটি/ইন্ডাস্ট্রিয়াল সেফটি–সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন নিয়োগ দিচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

যেকোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যেকোনো স্থানে।

আগ্রহীরা বিস্তারিত জানতে এ লিঙ্কে ক্লিক করুন।

তথ্যসূত্র; প্রথমে আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর