আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আবহাওয়া পূর্বাভাস

চট্টগ্রামে উষ্ণতা কমবে আগামিকাল


অনলাইন ডেস্কঃ বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামে গত কয়েকদিন ধরে বেড়েছে উষ্ণতা, দিনে ও রাতে তাপদাহ অব্যাহত রয়েছে। তবে এই পরিস্থিতি থেকে আগামিকাল থেকে খানিকটা রেহায় পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি
এখন পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আরও পড়ুন বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, জেনে নিন পূর্বাভাস

আজ চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুঁড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে ।

এছাড়া আজ সারাদেশে দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

আগামিকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর