পটিয়া প্রতিনিধি
পটিয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন পটিয়া সিটির মালিক ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সাইফুল আলম। সম্প্রতি মুজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠান হয় এবং রবিবার সেপ্টেম্বরের ২ তারিখ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এবং মুজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী (মুরাদ) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যবৃন্দরা জনাব সাইফুল আলম’কে অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাওয়ায় ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন আমার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সৃজনশীল কার্যক্রম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষা কার্যক্রমে এগিয়ে নিতে ভূমিকা রাখা ও একটি মানসম্পন্ন অধুনিক শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাব এবং আগামীতে বিদ্যালয়ের সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসব এবং বিদ্যালয়ে শিক্ষা কার্যকর্ম পরিচালনার ক্ষেত্রে যেকোন প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা পাঁশে থাকব। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও মুজাফরাবাদ এন, জে, উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরওয়ার চৌধুরী (মুরাদ) ও প্রধান শিক্ষক মো: ইউসুফ, সহকারী শিক্ষক- দেবাশীষ বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম চৌধুরী, আহমদ নবী এনাম, আনোয়ার হোসেন আরো উপস্থিত ছিলেন খরনা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য টি, এম মুসা। খরনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিঠুন চৌধুরী, যুবলীগ নেতৃবৃন্দ ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হাসান (হৃদয়), যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ ও খরনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমজাদ, রিপন, ফাহিম, শাকিল সহ আরো অনেকে।
Leave a Reply