আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

লায়ন নুর ইসলামকে সাংসদ হিসেবে দেখতে চায় এলাকাবাসী


তৌহিদুল ইসলাম বাবলুঃ আইন প্রণয়নে যথাযথ পথ অবলম্বন করে বিল উত্থাপন করা একজন সংসদ সদস্যের কাজ। এজন্য একজন সংসদ সদস্য প্রার্থীর বাংলাদেশের আইন ও সংবিধান সম্পর্কে থাকতে হবে সম্যক ধারণা ও জ্ঞান। লায়ন নূর ইসলাম তার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে প্রয়োজনের তাগিদেই এদেশের প্রচলিত আইন ও সংবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণার অধিকারী হয়েছেন। সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবিধান কর্তৃক স্বীকৃত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংসদ সদস্য না হয়েও ভোক্তা অধিকার আইন-২০০৯ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে-২০১৪, দু’টি আইনের প্রস্তাবিত প্রস্তাবক তিনি। অতএব সংসদ সদস্যের আইন প্রণয়নে কী ধারণা, জ্ঞান থাকতে হবে তা তিনি অবহিত। অন্যের উত্থাপিত কোন বিলটিতে ভোট দিতে হবে তাও তিনি বুঝেন। এদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তিনি রাজপথে ও বিভিন্ন সভা সমাবেশে সোচ্চার ছিলেন।

৭ আগস্ট প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন’ মন্ত্রী পরিষদে উঠার পরই তিনি জাতীয় সাংবাদিক সংস্থার জরুরি মিটিং ডাকেন এবং মাননীয় আইন মন্ত্রীকে চিঠির মাধ্যমে জানিয়ে দেন মানহানি মামলায় প্রস্তাবিত সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা একজন সাংবাদিকের জন্য যৌক্তিক নয় এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিক সংস্থার ১০ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতের অভিপ্রায় ব্যক্ত করেন। নিঃসন্দেহে এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, অপসাংবাদিকতা রোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি সর্বদা মানুষের অধিকার আদায়ে সোচ্চার ।

সংবিধানে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হলেও তারা অন্যান্য তিনটি স্তম্ভ যেমন সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মতো সুযোগ সুবিধা পান না বরঞ্চ তারা পদে পদে নিগৃহীত হচ্ছেন। জনগণ সাংবাদিকদের মাধ্যমেই দেশের অবস্থার উন্নতি, অবনতি বিগত বছরগুলোতে জানতে পেরেছেন । প্রতিনিয়ত সংবাদকর্মীরা সত্যকথা লিখতে গিয়ে নিগৃহীত হচ্ছেন। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হিসেবে তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষায় তার ভূমিকা অসাধারণ। তাই জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি মিডিয়া কোটায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রার্থী। তিনি নড়াইলে রাস্তা ঘাট তৈরি ও মেরামত, বিদ্যুতায়ন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং খেলাধুলার উন্নয়নে ভূমিকা রেখেছেন। সাহায্য প্রার্থীরা তাহার সহযোগিতা পায়নি এমন কোনো নজির নেই, হোক সেটা অর্থনৈতিক কিংবা মানসিক বা অন্যকিছু।

আরও পড়ুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম, বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা, জাতীয় দৈনিক পত্রিকা নিয়মিত সম্পাদনা ও প্রকাশ করতে গিয়ে তিনি নড়াইলের সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে বাধ্য হয়েছেন কিন্ত প্রতি সপ্তাহে তিনি এলাকায় গিয়ে জনগণের সাথে থেকে সামর্থ্য অনুযায়ী সমস্যার সমাধান করছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মুক্তিযোদ্ধা লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বোপরি রাজনীতি ‘রাজনীতিবিদদের’ হাতে ছেড়ে দেয়া এবং উন্নয়নে পিছিয়ে পড়া নড়াইল-২ আসনের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও শিল্প উন্নয়নের স্বার্থে সাংবাদিক নেতা, সম্পাদক, আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও সাহসী নেতা লায়ন নূর ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল-২ সংসদীয় আসনে নমিনেশন দিবে সেটাই নড়াইল-লোহাগাড়ার জনগণ প্রত্যাশা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর