আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতীকি ছবি

কারখানার ‘বিষাক্ত বর্জ্যে’ ক্ষতিগ্রস্থ চান্দগাঁওসহ ৫ এলাকার জনজীবন


#তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টি এবং জোয়ারের পানি যখন বাড়ে তখন কালুরঘাট শিল্প এলাকার মিল-ফ্যাক্টরির ‘বিষাক্ত বর্জ্যে’ ক্ষতিগ্রস্থ হচ্ছে নগরীর চান্দগাঁওসহ পাঁচটি জনবহুল এলাকার জনজীবন। সম্প্রতি এর প্রতিকার চেয়ে আলোচনা সভা করেছে চট্টগ্রাম পরিবেশ উন্নয়ন পরিষদ। নগরীর বাহির সিগন্যাল এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘পরিবেশ সুরক্ষায় সবার আন্তরিক হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এই ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম একটি উদ্যোগ ছিলো পরিবেশ সুরক্ষা। বর্তমানে অন্যান্য উদ্যোগের সুফল ভোগ করলেও চান্দগাঁওসহ পাঁচটি জনবহুল এলাকার মানুষ পরিবেশ উন্নয়নের সুফল পাচ্ছে না। বিশেষ করে বাহির সিগন্যাল এলাকার মিল-ফ্যাক্টরির কালো বিষাক্ত পানি উত্তর চান্দগাঁও, কুয়াইশ, বুড়িশ্চর, শিকারপুর ও মোহরা এলাকায় ঢুকে জনজীবনের ব্যাপক ক্ষতি করছে। এই বিষয়টি সংশ্লিষ্ট সকলের বুঝা উচিত। বিষয়টি দীর্ঘদিনের সমস্যা, এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত তার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি।

চট্টগ্রাম পরিবেশ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি জসিম উদ্দিন, অরুণ চন্দ্র বণিক, মোহাম্মদ লোকমান, জাহিদুল ইসলাম, হায়দার আলী, সাদ্দাম হোসেন, ইসমাইল চৌধুরী শাহীন ও মিনু চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর