আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে আলট্রা সাউন্ড মেশিন প্রদান অনুষ্ঠান।

হাসপাতালের স্বার্থে সকলকে মানবিক হওয়ার আহ্বান পেয়ারুলের


নিজস্ব প্রতিবেদকঃ হাসপাতালের স্বার্থে সকলকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
সোমবার (১১ সেপ্টেম্বর) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের মাহবুব-নাহার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক ৪ডি কালার আলট্রা সাউন্ড মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পেয়ারুল বলেন, ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশে স্বাস্থ্য খাত যেইভাবে উন্নত হচ্ছে তা অনেক বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। সেই লক্ষ্যে চট্টগ্রামের এই হাসপাতালকে আরো উন্নত করতে হবে। এই হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের পরিবেশও সুন্দর হয়েছে।

হাসপাতালের সমৃদ্ধির জন্য অতিসত্বর ১৮ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হবে উল্লেক করে তিনি আরো বলেন, ‘এ মানবিক প্রতিষ্ঠানটিতে মানবিক মানুষ খুঁজে নিয়ে উন্নয়ন সাধিত করবো। এই প্রতিষ্ঠানটিতে আমরা যে শ্রম দিচ্ছি সে শ্রম সমূহকে মূল্য দিতে আপনাদের যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

এতে বিশেষ অতিথি ছিলেন মাহবুব-নাহার ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী, মাহবুব- নাহার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য নুরুন নাহার মাহবুব, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, মাহবুব-নাহার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, এসোসিয়েট ডিজাইনের সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো: ওসমান ফারুক চৌধুরী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট সেক্রেটারী আসলাম খানের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য সাবেদুর রহমান সমু, ডা. আইরিন সুলতানা, মো. শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, রাশেদ খান মেনন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল মান্নান, হাসপাতালের চিকিৎসক ডা. পিয়ারুল নেসা সুমি, ডা. নিপা দাশ, অধ্যক্ষ বেলাল চৌধুরী, হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফদৌল্লা সুজন, জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, চেয়ারম্যান মো. শফিউল আজম, জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ অধ্যক্ষ মর্জিনা আক্তার, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়তি মহাজন, আওয়ালীমীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু,যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর