অনলাইন ডেস্কঃ একাধিক শূন্য পদে জনবল নিয়োগ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ৬ ক্যাটাগরিতে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪৮ জনের নিয়োগ হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১৭ এপ্রিল থেকে আবেদন করা যাবে ১৬ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।
বয়স
১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
আরও পড়ুন আকর্ষণীয় বেতনে সমাজসেবা অধিদপ্তরে চাকরি
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহীরা বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
তথ্যসূত্র: প্রথম আলো
Leave a Reply