আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি রিপোর্টার্স ইউনিটি’র ইফতার মাহফিল ও আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি:

ফটিকছড়ি রিপোর্টার্স ইউনিটির(এফআরইউ) উদ্যোগে ২৬ মার্চ -২৪ ইং (মঙ্গলবার) ফটিকছড়ি আইটি প্রতিষ্ঠান নুর কম্পিউটার ট্রেনিং সেন্টার হল রুমে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ির রিপোর্টার্স ইউনিটির সমন্বয়ক ও দৈনিক নয়াবাংলার ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাব’র সভাপতি প্রবীণ সিনিয়র সাংবাদিক সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী।

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা’র ফটিকছড়ি প্রতিনিধি এম.মামুন বশর ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকা’র ফটিকছড়ি প্রতিনিধি মোঃ এমরান ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ কামাল উদ্দিন চৌধুরী, জাতীয় দৈনিকে কলাম লেখক ও গবেষক কলামিস্ট মাওলানা দৌলত আলী খান।

আরও উপস্থিত ছিলেন দৈনিক নতুন দিন’র উত্তর জেলা প্রতিনিধি মোঃ রায়হান উদ্দিন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ তারেক, দুবাই আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ আজিজ, দৈনিক সন্ধ্যাবানীর প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দিন, দৈনিক চট্টগ্রামের পাতার বিশেষ প্রতিনিধি বেলাল উদ্দিন,দৈনিক আজকের জনবাণী ফটিকছড়ি প্রতিনিধি মুহাম্মদ নেজাম উদ্দিন, দৈনিক লিখনী সংবাদ ফটিকছড়ি প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ সহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে দৈনিক নয়াবাংলার প্রতিনিধি সাইফুদ্দীনকে আহবায়ক,দৈনিক নতুন দিন প্রতিনিধি মোঃ রায়হান উদ্দিন সদস্য সচিব ও সাত জনকে সদস্য করে নয় সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর