আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

হালদা নদীতে মরদেহ: তাকে কী খুন করা হয়েছিলো?


সোহেল রানা, রাউজানঃ চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে গতকাল শনিবার (২০ এপ্রিল) ভাসতে থাকা মৃতের পরিচয় এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল তৈরি হয়েছে। মরদেহটি কার? তাকে কী খুন করা হয়েছে? এই মরদেহ কোত্থেকে ভেসে এলো?

এসব একাধিক প্রশ্নের উত্তর এখন কেবল পুলিশই দিতে পারে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভাসছিলো ৫০ থেকে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ। পরে স্থানীয় সাংবাদিকরা বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে ঘটনা জানালে পুলিশ বিকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কচুখাইন খন্দকার পাড়া গ্রামে মরদেহটি ভাসতে দেখেছিলো স্থানীয়রা।

আরও পড়ুন হালদা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক, সংস্কার না হওয়ায় কমছে না দুর্ভোগ

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিলো। তবে মৃতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, লাশটি নদীর পানির মধ্যে ওই গ্রামের তীরে ভেসে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) টুটন মজুমদার চাটগাঁর সংবাদকে বলেন, ‘মরদেহটি উদ্ধারের পর সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নদীর জোয়ারে ভেসে আসা এই অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি ঘটনার দিন ভোর সকালে মৃত্যুর ঘটনা। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে। এজন্য মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর