আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: গড়দুয়ারা ইউনিয়নের সড়ক

হালদা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক, সংস্কার না হওয়ায় কমছে না দুর্ভোগ


মো. শোয়াইব, হাটহাজারীঃ হালদায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে এ দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছায়।

সরেজমিন দেখা গেছে, হাটহাজারী উপজেলার নয় নম্বর গড়দুয়ারা ইউনিয়নের প্রায় ১ হাজার মিটার সড়কের বেহাল দশা। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয়রা বলছেন, এই ফজলুল হক সড়কের কিছু অংশ তুলাতুল হতে স্লুইস গেট পর্যন্ত। বারবার সংস্কারের দাবি জানানো হয়েছে কিš‘ এ পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। যদিও ¯’ানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যাওয়ার অন্যতম সড়ক এইটি। প্রায়সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের সবাই এই সড়কটি দিয়ে যাতায়াত করে।

সড়কে চলাচলকারী জিয়াউর রহমান, মো. ইসমাইল, বখতিয়ার, শোয়াইব জানান-সড়কটি সংস্কার না হওয়ায় আমরা এলাকাবাসীরা অনেক কষ্ট পাচ্ছি। বিশেষ করে বর্ষাকাল আসলেই দুর্ভোগ চরমে পৌঁছায়। কাদাপানিতে একাকার হয়ে যায় সড়কটি। এই সময় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সড়ক দিয়ে গর্ভবতী কোনো মহিলা কিংবা কোনো অসু¯’ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্টে পড়তে হয়।
স্থানীয় অটো রিক্সা চালক মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ নাজিম উদ্দিন,মো. পারভেজ,মো. মুন্না,মো. সাদ্দাম জানান- বর্ষাকাল আসলেই এ রাস্তাতে গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হয়। মাঝেমধ্যে অনেক অসু¯’ ব্যক্তি বা বৃদ্ধ মানুষ গাড়িতে চড়ে এ সড়ক ব্যবহার করে। কাদার মধ্যে অনেক সময় গাড়ি আটকে যায়। আমরা আশা করছি দ্রুত যদি এই সড়কটির কাজ সম্পন্ন হয় আমাদের যেমন সুবিধা হবে তেমনি স্থানীয়রা ভোগান্তি থেকে রেহায় পাবেন।

এ বিষয়ে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার বলেন, ‘আমি রাস্তাটি সংস্কারের জন্য ইস্টিমিট করে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠিয়েছি। আপনার প্রয়োজন হলে ফরওয়ার্ডিং টা নিতে পারেন।’

উল্লেখ্য, ২০১৮ সালে হালদায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হলে এ সড়কটির ইট তুলে ফেলা হয়। পরে রাস্তাটির উপর দিয়ে বেড়িবাঁধ যাতায়াতে অনেক মানুষের ঘরবাড়ির ক্ষতি হবে এরকম প্রতিবাদ উঠলে পরে বেড়িবাঁধের ম্যাপের নকশা পরিবর্তন হয়। পরে বেড়িবাঁধের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এখনো পর্যন্ত এ রাস্তাটিতে একটি ইটও বসে নাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর