আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পোশাকশ্রমিকের মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে সমাবেশ


সাঈদুর রহমান চৌধুরী 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নূন্যতম  মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়ে সমাবেশ ও র‍্যালী করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

২৩ হাজার টাকা নূন্যতম মজুরির দাবিতে সমাবেশ ও র‍্যালীর ব্যানারে আজ শুক্রবার  চট্টগ্রামের বায়েজিদ ও চান্দগাঁও অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা এই দাবি জানান। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার । সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক  মোহাম্মদ আলাউদ্দিন ।

সমাবেশে শ্রমিকনেতারা বলেন, ২০১৮ সালে বাজার পরিস্থিতি ও শ্রমিক পক্ষের দাবি উপেক্ষা করে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ঘর ভাড়া,চিকিৎসা সহ যাবতীয় খরচ বৃদ্ধির ফলে পূর্বের নির্ধারিত ৮ হাজার টাকা নূন্যতম মজুরি দিয়ে শ্রমিকের জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে।সেই হিসেবে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা যুক্তিসঙ্গত। তাই অতিশীঘ্রই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকা ঘোষণা করা জরুরি ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, আওয়াজ ফাউন্ডেশনের ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার তোফায়েল হোসেন, সম্মিলিত বায়েজিদ থানা কমিটি ও সম্মিলিত চান্দগাঁও থানা কমিটির নেতৃবৃন্দরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর