আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীর রাজপথে ঈগলের প্রচারণায় সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন


মুহাম্মদ এনামুল হক মিঠু:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি পক্ষে সোমবার (১ জানুয়ারি) বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতার্কমীরা বাঁশখালীর সার্বিক উন্নয়নে মুজিবুর রহমান সিআইপির নানা প্রতিশ্রুতির কথা ভোটারদের জানান।

এদিন বাঁশখালীর সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, পুকুরিয়া, গণ্ডামারা, কাথারিয়া, পৌরসভা, সরল, শীলকূপ, চাম্বল, বৈলছড়ি, কালীপুর ও শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন নেতাকর্মীরা।
শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফাঁড়িরমুখ এলাকায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির বড় ভাই আজিজুর রহমান। সাবেক ছাত্রনেতা জসীম জানান, মুজিবুর রহমান সিআইপি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। বাঁশখালীর উপকূলীয় এলাকার পানীয় জলের সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন। বাঁশখালীর হাজার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বাঁশখালীর মানুষের জন্য কাজ করবেন বলে অবহিত করেন ।

একই দিনে ক্যাপ্টেন মাঈনুল আহসান জানান, আগামী সংসদ নির্বচনে মুজিবুর রহমান সি আই পি বিজয় হলে বাঁশখালীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে মুজিবুর রহমান সিআইপিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান নের্তাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর