আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ

কনটেইনার হ্যান্ডলিংয়ে আবারো রেকর্ডের প্রত্যাশা


অনলাইন ডেস্কঃ চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) ৩ দশমিক ২ মিলিয়ন টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে দেশের অভ্যন্তরীন বন্দরগুলোর মধ্যে আবারো রেকর্ডের প্রত্যাশা করছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ (চবক)। এ অর্থবছরের প্রথম ৯ মাসে কনটেইনার হ্যান্ডলিং ২০২২-২০২৩-এর একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

এছাড়া আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেড়েছে রপ্তানি। এই ৯ মাসে (জুলাই থেকে মার্চ) চার হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

আরও পড়ুন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে চট্টগ্রাম বন্দর দিবস

২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে জেনারেল কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৫৯ মেট্রিক টন; যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। বর্তমান অর্থবছরের প্রথম ৯ মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে তিন হাজার একটি।’

জানা গেছে, গত এক বছরে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ হাজার বর্গমিটার কনটেইনার ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে অতিরিক্ত সাত হাজার টিইইউএস কনটেইনার ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আরো তিনটি নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, বন্দরের রাজস্ব আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে জাহাজ সেবা এবং মালামাল হ্যান্ডলিং খাত থেকে।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর