আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: শহিদ বুদ্ধিজীবি দিবসে আইআইইউসিতে আলোচনা সভা

আইআইইউসিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইআইইউসির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি
পালনের কর্মসূচি শুরু হয়। এরপর আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি
ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্তনিরা আমাদের মুসলমান ভাবলেও মানুষ ভাবেনি কখনো। তারা বাঙ্গালি জাতির উপর যে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করেছিল তার সমাপ্তি করেছিলো মহান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে। বিজয়ের ঠিক দুই দিন আগে তারা বুঝতে পেরেছিলো এই জাতি স্বাধীনতার একদম নিকটবর্তী তারা স্বাধীনতা অর্জন করলেও যেন মেধাহীন, বুদ্ধিহীন, জ্ঞানহীন রাষ্ট্রে পরিণত হয় সেই প্রচেষ্ঠা থেকেই এত শত বুদ্ধিজীবীদের হত্যা করে। যারা সন্ত্রাসী, হত্যাকারী তারা মানবতার শত্রু তারা ঘৃণিত। আজকের এই মহান দিনে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত সকল শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন বিটিসিএল ও গ্রামীনফোনে আইআইইউসির ইটিই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার জনাব এ এফ এম আক্তারুজ্জামান কায়সার। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোঃ সালেহ জহুর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ মুস্তফা কামিল, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন
সিকদার, হাদিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী, পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মহি উদ্দিন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহ, আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন
কোরআনিক সাইন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন আইআইইউসির প্রক্টর জনাব মোঃ ইফতেখার উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর