আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা


মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব রামনবমী উদযাপন উপলক্ষে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৭ এপ্রিল (বুধবার) প্রর্বতক ইসকন্ মন্দিরে দিন ব্যাপী শ্রীরামচন্দ্রে’র পূজা, শতাধিক কণ্ঠে শ্রীরামস্তুতি পাঠ, কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য রামনবমী শোভাযাত্রা,রাম চরিত্র মঞ্চ নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটু শীলের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা রত্নেন্দু ভট্টচার্য্য, অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার, এটার্স সন্তোষ কুমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লিটন কান্তি গুহ। প্রধান বক্তা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আরও অতিথি ছিলেন জাগো হিন্দু চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

অতিথিবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্য, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রিয় যুগ্ম- সাধারন সম্পাদক প্রিতম দেবনাথ, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বহ্মচারী, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমীর সহ-সভাপতি সঞ্জয় ঘোষ, চট্টগ্রাম জেলা প্রসাশনের সহকারী অফিসার স্বপন কুমান দাশ, চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রুপম চৌধুরী,ডাঃ যীশুময় দেব, অশোক চক্রবর্তী লিংকন, কাঞ্চন আর্চায্য এড. রাজীব দাশ, বিপ্লব দে পার্থ।

স্বাগত বক্তব্য রাখেন রামনবমী আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী অমিত পারিয়াল ও জে এইচ পি’র চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠাতা সুব্রত দাশ আকাশ।

এসময় উপজেলা ও মহানগর থানা কমিটির সকল সারথীবৃন্দ সহ শ্রী রাম পুজা উৎযাপন কমিটির রাজীব দেবনাথ,রিমন নাথ, সুজন শীল, কৃষ্ণ ঘোষ, সুব্রত দাশ, বিশাল দেব নাথ, রকি ধর,শুভঙ্কর চক্রবর্তী, শ্রুতি দে,বৈশাখী চৌধুরী,সহ কার্যকারী কমিটির রূপন দেওয়ানজী,হিরু সুশীল,লিটু সূত্রধর,পলাশ ভট্টচার্য্য, অরুপ দাশ,শ্যামল দাশ, রিতা চক্রবর্তী, তান্নি ধর, অর্পিতা চৌধুরী,অনামিকা দে প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের অনেক কিছু শিক্ষা দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর